জেগে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি

|

ফিরে এসেছে আগ্নেয়গিরির দেবী “পেলে”। ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মানালোয়া থেকে। স্থানীয়দের বিশ্বাস এর মাধ্যমে দীর্ঘ ৩৮ বছর পর আবারও দেবী পেলে তাদের মাঝে ফিরে এসেছে। দেবীকে সন্তুষ্ট করতে চলছে নানা আচার অনুষ্ঠান। ভয়াবহ এই অগ্ন্যুৎপাতের দৃশ্য উপভোগ করতেও দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। খবর এপির।

দেবী পেলের কারণে হাওয়াইয়ের মানুষদের কাছে মানালোয়ার অগ্নুৎপাতের আলাদা তাৎপর্য রয়েছে। তাইতো, লাভার উদ্গীরণ শুরু হওয়ার পরই বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে পেলেকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন তারা।

উত্তপ্ত এই লাল লাভার উদ্গীরণ মুগ্ধতা ছড়াচ্ছে অন্যদের মাঝে। ভয়াবহ অগ্নুৎপাতের দৃশ্যই তাদের কাছে হয়ে উঠেছে অপরূপ। তাইতো দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

১৮৪৩ সাল থেকে এ পর্যন্ত ৩৩ বার জেগে উঠেছে মানালোয়া আগ্নেয়গিরিটি। এর আগে ১৯৮৪ সালের মার্চ-এপ্রিলে সর্বশেষ লাভার উদ্গীরণ দেখা গিয়েছিলো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply