পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

|

এনডিটিভি থেকে সংগৃহীত ছবি।

পশ্চিমবঙ্গে ভয়াবহ এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তিন কর্মী। শুক্রবার, মেদিনীপুর জেলায় রাত ১১টার দিকে হয় এ ঘটনা। এ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, ভূপতিনগর গ্রামে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে হয় ওই বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। ছিন্নভিন্ন হয়ে যায় মরদেহগুলো। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, প্রায় আধা কিলোমিটার দূরে উড়ে গিয়ে পড়ে একটি মরদেহ। ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান চালায় পুলিশ।

এদিকে এ ঘটনায় গোটা এলাকায় শুরু হয়েছে তোলপাড়। তৃণমূলের অভিযোগের তীর বিজেপির দিকে। আর বিজেপির দাবি- বাড়িতে বোমা তৈরির কাজ করতেন ওই কর্মীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply