নারীদের সংগ্রামের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার

|

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি।

আর্ত মানবতার সেবায় সমাজ বিনির্মাণে এদেশের নারীরা সর্বদা আন্তরিক। অসীম সাহসী নারীদের আজীবন সংগ্রামের কারণেই বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে জাতীয় জাদুঘরে অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদ আয়োজিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অধ্যাপক ডা. জোহরা কাজী দীর্ঘ, বর্ণাঢ্য ও কর্মময় জীবনে একাগ্রভাবে আর্ত মানবতার সেবায় কাজ করে গেছেন। তিনি ভাষা আন্দোলনে ও মহান মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসাসেবা প্রদান করেছেন। আর বর্তমান সরকারও দেশের উন্নয়নে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply