প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

|

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবন্ধীবান্ধব প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী ফাউন্ডেশনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা উল্লেখ করেন। বলেন, প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র তৈরির প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে।

এ প্রকল্প বাস্তবায়ন হলে ২১১টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র চালু হবে বলে জানান তিনি। এর আগে মিরপুরের গোলারটেক মাঠে প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply