রেকর্ড হাজারতম ম্যাচে মাঠে নামছেন মেসি

|

ছবি: সংগৃহীত

১০০০তম ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। মাত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনার জার্সিতে ফুটবলের অন্যতম সেরা এই তারকার স্বপ্নের অভিষেক হয়েছিল ২০০৫ সালে।

জাতীয় দলের জার্সিতে মেসি খেলেছেন ১৬৮ ম্যাচ। যা নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনায় কাটিয়েছেন মেসি। কাতালান এই ক্লাবটিতে খেলেছেন সবচেয়ে বেশি ৭৭৮ ম্যাচ। নতুন ক্লাব পিএসজির হয়ে মাঠে নেমেছেন ৫৩ বার।

সব মিলিয়ে মেসির পেশাদার ক্যারিয়ারে ম্যাচ ৯৯৯টি। বিশ্বকাপের মতো মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসি ছুঁতে যাচ্ছেন হাজার ম্যাচের মাইলফলক। এর আগে ৪০ বছর পর্যন্ত ফুটবল খেলে আরেক আর্জেন্টাইন তারকা হাভিয়ের জানেত্তির ম্যাচ সংখ্যা ১১০০’র বেশি।

আরও পড়ুন: যে ‘ইচ্ছাকৃত ভুল’ চিরস্মরণীয় হয়ে থাকবে ফুটবলের ইতিহাসে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply