জ্বালানি সংকটের কারণে ব্যবসায় আস্থার সংকট হবে না: সালমান এফ রহমান

|

জ্বালানি সংকটের কারণে ব্যবসায় আস্থার সংকট হবে না। আগামী বছরের প্রথমার্ধে সুরাহার আশা করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (৩ ডিসেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে তিন দিনের শো-কেস অনুষ্ঠান প্রচারে, মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এর সঙ্গে চুক্তি অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি। বলেন, ব্যবসায়ীরা চায় নিরবচ্ছিন্ন জ্বালানি। এক্ষেত্রে বেশি দাম কোনো বাধা নয়। সরকারও এক্ষেত্রে আন্তরিক।

সালমান এফ রহমান আরও বলেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপীই জ্বালানির দাম বেসামাল হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের কিছু করার কিছু নেই।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ এখন কোথায় আছে, আগামীতে কোন জায়গায় যেতে চায়, তা বিশ্বব্যাপী তুলে ধরা হবে। ৫০ বছর উপলক্ষ্যে আগামী মার্চে নানা আয়োজন করবে এফবিসিসিআই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply