‘লস অ্যান্ড ড্যামেজ তহবিল নিয়ে বাংলাদেশ আশাবাদী’

|

জলবায়ু সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু বড় প্রাপ্তি বলা হলেও এই তহবিলের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তারপরেও বাংলাদেশ আশাবাদী বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে কপ-২৭ এর প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিতর্কের বিষয় ছিল ‘কপ-টুয়েন্টি সেভেনে জলবায়ু ক্ষতিগ্রস্থদের প্রত্যাশা পূরণ হয়নি’। প্রতিযোগিতায় সরকারি দল হিসেব বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং বিরোধী দল হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় সরকারি দল।

জলবায়ু ঝুঁকি নিরসনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ৮ দফা সুপারিশ তুলে ধরেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply