১০ ডিসেম্বরের গণসমাবেশে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: আইজিপি

|

পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

অনুমতি দেয়া স্থানেই বিএনপি তাদের সমাবেশ করবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ১০ ডিসেম্বরের গণসমাবেশে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি। তবে শঙ্কা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান আইজিপি। পুলিশ প্রধান জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে। দলীয় বিবেচনায় কাউকে হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে না।

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে যে অভিযোগ দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অপর এক প্রশ্নের জবাবে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত চলমান আছে বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply