রাশিয়ার কাছ থেকে ব্যারেল প্রতি ৬০ ডলারে তেল কিনতে সম্মত ইইউ

|

ছবি: সংগৃহীত।

রাশিয়া থেকে ব্যারেল প্রতি জ্বালানি তেল ৬০ ডলার দরে কিনতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের শীর্ষ সাত বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-৭ এর প্রস্তাবনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় দেশগুলো। খবর আল জাজিরার।

জি-৭ প্রস্তাব দিয়েছিল, অপরিশোধিত জ্বালানি তেলের বাজারমূল্য ৫ শতাংশ কমিয়ে প্রতি ব্যারেল তেল কেনা উচিত ইউরোপীয় ইউনিয়নের। রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা করে আসছে ইইউ। মূলত তেল থেকে রাশিয়ার আয় হ্রাস করতে ও বৈশ্বিক বাজারে তেলের দাম কমাতেই এমনটা করতে চাইছে ইউরোপের দেশগুলো।

এদিকে, বৃহস্পতিবারের বৈঠকে রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়া নিয়ে বিরোধিতা করেছে পোল্যান্ড। তারা আরও কম দামে তেল কেনার জন্য বলে আসছে। এমনকি দেশটি তেলের দাম নির্ধারণের চুক্তিটিতে স্বাক্ষর করবে কিনা তা এখনো স্পষ্ট করা যায়নি।

এ নিয়ে হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সময়োচিত একটি সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত এই দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনলে মুনাফা কমে আসবে পুতিনের। ফলে যুদ্ধের জন্য অর্থ ব্যয় কমাতে বাধ্য হবেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply