ম্যাচ জিতেও দ.কোরিয়ার উদযাপনের অপেক্ষা

|

ছবি: সংগৃহীত

নিজেদের জয় শেষেও উদযাপন করার জন্য অপেক্ষা করলো দ. কোরিয়া। কারণ তখন একইসময়ে উরুগুয়ে-ঘানার ম্যাচও চলছিল। আর পর্তুগালকে হারানোর পরও দ.কোরিয়ার বিশ্বকাপ স্বপ্ন পেন্ডুলামের মতো ঝুলছিল উরুগুয়ে-ঘানার ফলাফলের ওপর।

শেষ পর্যন্ত ঘানার জালে উরুগুয়ে তৃতীয় গোল করতে না পারায় নিশ্চিত হয় দ্বিতীয় পর্ব খেলতে যাচ্ছে দ.কোরিয়া। তাদের বিলম্বিত উল্লাস শুরু হয় তারপর।

দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য জয়ের বিকল্প ছিল না দ.কোরিয়ার সামনে। খেলার প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ.কোরিয়া ম্যাচের ৯১ মিনিটে গোল দিয়ে লিড নেয়। অন্যদিকে ২-০ গোলে এগিয়ে ছিল উরুগুয়ে।

দ.কোরিয়ার খেলা আগে শেষ হওয়ায় তারা তাকিয়ে ছিল ঘানা-উরুগুয়ে ম্যাচের দিকে। মাঠের মধ্যেই সমবেত হয়ে তারা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে উরুগুয়ের ম্যাচের দিকে। কারণ উরুগুয়ে যদি আরেকটি গোল দিয়ে দেয় তাহলে নকআউট স্বপ্ন চুরমার হবে দ.কোরিয়ার।

উরুগুয়ের খেলার শেষ বাজি বাজলে যখন গোল পয়েন্টে দ. কোরিয়া এগিয়ে থাকে তখনই তারা ফেটে পড়ে বাঁধ ভাঙা উল্লাসে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply