বাঁচামরার লড়াইয়ে ঘানার বিপক্ষে উরুগুয়ে, ফিরেছেন ‘পুরনো শত্রু’ সুয়ারেজ

|

ছবি: সংগৃহীত

এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে ঘানা ও উরুগুয়ে। আল জানোব স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই দুইবারে বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে। সেই সাথে, অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে কাভানি-ভালভার্দেদের। এই বাঁচা-মরার লড়াইয়ে দলটির একাদশে ফিরেছেন তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ঘানার কাছে ‘পুরনো শত্রু’ এই সুয়ারেজ ২০১০ সালে একই দ্বৈরথে হাত দিয়ে বল ধরে গোল বাঁচিয়ে দেখেছিলেন লাল কার্ড। সেই পেনাল্টিতে গোল মিস করেন আসামোয়াহ জিয়ান। পরে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকান দেশটি। ঘানার অনেকের কাছেই তাই ঘৃণিত এক ফুটবলার লুইস সুয়ারেজ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র ও পর্তুগালের কাছে পরাজয়ে বিশ্বকাপে শেষ ষোলোয় খেলার পথ খুব কঠিন হয়ে গেছে উরুগুয়ের। বাঁচা-মরার ম্যাচে ঘানার বিপক্ষে শুধু জিতলেই হবে না তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের উপরও। উরুগুয়ে নিজেদের সবশেষ ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরেছে। আর পাঁচ গোলের রোমাঞ্চে পর্তুগালের কাছে ৩-২ গোলে হারে ঘানা। একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারায় আফ্রিকার দলটি। উরুগুয়ের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে ঘানার নকআউট পর্বে খেলা। ড্র করলেও থাকবে সুযোগ, তবে তখন নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

উরুগুয়ে একাদশ: সার্জিও রচেট, গুইলার্মো ভেরালা, হোসে হিমেনেজ, সেবাস্টিয়ান কোটেস, ম্যাথিয়াস অলিভিয়েরা, ফাকুন্দো পেলিস্ট্রি, ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্টাকুর, জর্জিয়ান ডি আরাস্কায়েতা, ডারউইন নুনেজ, লুইস সুয়ারেজ।

ঘানা একাদশ: লরেন্স এতি-জিগি, আলিদু সেইদু, দানিয়েল আমার্তে, মোহামেদ সালিসু, বাবা রাহমান, থমাস পার্টে, সালিস আবদুল সামেদ, মোহামেদ, কুদুস, জর্ডান আইয়ু, আন্দ্রে আইয়ু, ইনাকি উইলিয়ামস।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply