ভারহীন পর্তুগালের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে নামছে দ.কোরিয়া

|

ছবি: সংগৃহীত

‘এইচ’ গ্রুপের ম্যাচে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে কিছুক্ষণ পরেই মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করা পর্তুগালের চোখ এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে। এই ম্যাচে জিতলে বা ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল।

অন্যদিকে, শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। এমনকি ড্র করলেও নিশ্চিত বিদায় নিতে হবে তাদের। জিতলেও অবশ্য টিকে থাকার নিশ্চয়তা নেই, পক্ষে আসতে হবে উরুগুয়ে-ঘানা ম্যাচের ফলাফলও।

দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটি বাঁচা-মরার। বিশ্বকাপে এর আগে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল এশিয়ার দেশটি।

পর্তুগালের সম্ভাব্য একাদশ: কস্তা (গোলরক্ষক), ডিওগো দালোত, দিয়াস, পেপে, গেহেইরো, নেভেস, সিলভা, ফার্নান্দেজ, রোনালদো, রামোস, ফেলিক্স।

দ.কোরিয়ার সম্ভাব্য একাদশ: কিম সেউং-গিউ (গোলরক্ষক), কিম জিনসু, কিম মিনজে, কিম মুনহওয়ান, কিম ইয়ংগওন, জং উইয়ং, হাওয়াং ইনবিওম, সন হিউন মিন, চাংহুন, জিওং উওইয়ং, চো গুয়েসুং।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply