শিবচরে শিক্ষা সফরে ৮ নারী সংসদ সদস্য

|

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর

আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপির আমন্ত্রণে মাদারীপুরের শিবচর উপজেলা ঘুরে গেলেন ৮ নারী সংসদ সদস্য। এসময় তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করেন। উপজেলাটি তারা ঘুরে দেখে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। আলোচনা পর্বে তারা শিবচরের পরিকল্পিত উন্নয়নের মুগ্ধতা প্রকাশ করেন। এ সফরকে তারা তাদের জন্য উন্নয়নের শিক্ষা সফর বলে আখ্যা দেন।

জানা যায়, ৮ নারী সংসদ সদস্য হলেন- এ্যাড. হোসনে আরা বাবলী-নারায়নগঞ্জ (৩৩৭), এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া-রংপুর (৩০৩), এ্যাড, নাভানা-শরিয়তপুর (৩২৭), ওয়াসিকা আয়শা খান-চট্রগ্রাম (৩৩১), কামরুন নাহার লাভলী -রাজবাড়ি (৩৩৭), আখতার জাহান-রাজশাহী (৩০৫), সাবিনা আখতার তুহিন-ঢাকা (৩৩৫) ও রোকসানা ইয়াসমিন ছুটি -মাদারীপুর (৩২৬)।

সংসদ সদস্যরা শিবচরে এসেই ইলিয়াস আহম্মেদ চৌধুরী (দাদা ভাই) এর কবর জিয়ারত করেন। পরে রিজিয়া বেগম মহিলা কলেজের নব নির্মিত একটি বহুতল ভবন, শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নূর-ই আলম চৌধুরী মিলনায়তন, ময়নাকাটা নদীর ঘাটলা, উত্তর বহেরাতলা ইউনিয়নের আওয়ামীলীগ কার্যালয় উদ্বোধন করেন।

তারা পদ্মা সেতু প্রকল্প এলাকা, ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজ, সুপার মার্কেট, পৌরসভা, চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়াম, প্রবাহমান-৭১ ভাস্কর্য, স্বাধীনতা চত্ত্বর, ৭১ চত্ত্বর, আওয়ামীলীগ কার্যালয়, উপজেলা পরিষদ চত্ত্বর, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি-মুক্তমঞ্চসহ অসংখ্য প্রকল্প ঘুরে দেখেন।

পরে শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজুদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান।

সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যেমন শিক্ষা সফরে বিভিন্ন দর্শনীয় স্থানে যাও শিক্ষা নিতে। আজ আমরা তেমনি সংসদ সদস্য হয়ে শিবচরে শিক্ষা সফরে এসেছি। আমরা লিটন চৌধুরীর কাছ থেকে পরিকল্পিত উন্নয়ন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মানুষের প্রতি টান ভালবাসা শিখে গেলাম। এই অভিজ্ঞতা আমরা আমাদের নির্বাচনী এলাকায় কাজে লাগাবো।

সংসদ সদস্য সাবিনা আখতার তুহিন বলেন, প্রধানমন্ত্রীর আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি যেন শিবচর। আমার নির্বাচনী আসন ঢাকার মিরপুরেও এত পরিকল্পিত উন্নয়ন ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের কাজ হয়নি। যা এখানে হয়েছে।

আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই আলম চৌধুরী নারী সংসদ সদস্যদের শিবচর আসায় ধন্যবাদ জানিয়ে বলেন, শিবচরকে ঢাকার পাশের শিক্ষার ক্ষেত্রে বিশেষায়িত এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই এখানে আইসিটি ইনস্টিটিউট এন্ড হাইটেক পার্ক, টেক্সটাইল ইনস্টিটিউট, আইএইচটি, জুট ইনস্টিটিউট, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের আইসিটি ফ্যাকাল্টিসহ নানান প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply