ঢাকায় সর্বধর্মীয় প্রার্থনা সভায় মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়ার আহ্বান

|

সব ধর্মের মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে পারলেই হানাহানি মুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পুরো পৃথিবীর মানুষ একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেই নিপীড়িত মানুষের মুক্তি মিলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হাক্কানী আঞ্জুমান বাংলাদেশ আয়োজিত ২৬তম আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এই প্রার্থনা সভায় সকল মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

এ আয়োজনে সকল ধর্মের প্রতিনিধিরাই নিজ নিজ ধর্মের মূল বাণী উপস্থাপন করেন। অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, ধর্মের মূল বাণী মেনে চললেই সন্ত্রাসবাদের হাত থেকে মুক্তি পাবে পৃথিবী। পৃথক ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মতবাদ শুধু নির্দিষ্ট অঞ্চল নয়, সারাবিশ্বে ছড়িয়ে দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply