আজ মুখোমুখি ক্রোয়েশিয়া-বেলজিয়াম

|

বেলজিয়ামের সামনে আজ কঠিন পরীক্ষা। ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠের লড়াইয়ে নামবে ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বেলজিয়াম ও দ্বাদশ দল ক্রোয়েশিয়া। আহমদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

শেষ ষোলোয় জায়গা করে নিতে হলে দুই দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেলজিয়ামের তো জয় ছাড়া বিকল্প আছে সামান্যই। ড্র হলেও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আছে তাদের। তবে গ্রুপের অন্য ম্যাচের ফলও আসতে হবে তাদের পক্ষে।

শেষ ষোলোয় জায়গা করে নিতে বেলজিয়ামের বিপক্ষে ড্র-ই যথেষ্ট ক্রোয়েশিয়ার জন্য। তাদের লড়াইটি ড্র হলে বেলজিয়ামকে নির্ভর করতে হবে গ্রুপের অন্য ম্যাচের ওপর। যেখানে মরক্কোকে কানাডা ৩ গোলে হারালে বেলজিয়ানদের নকআউট পর্বে খেলার সম্ভাবনা তৈরি হবে। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে গেলে ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হয়ে পরের ধাপে যাবে এদের আজার-কেভিন ডি ব্রুইনেরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply