গুজরাটে বিধানসভা নির্বাচন, চলছে ভোটগ্রহণ

|

গুজরাটে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮ থেকে শুরু হয় ভোটাভুটি, চলবে বিকেল ৫টা পর্যন্ত। খবর এএনআইয়ের।

এবারের নির্বাচনে দুই দফায় ভোট গ্রহণ হবে। প্রথম দফায় ৮৯ আসনে চলছে লড়াই। প্রায় ৫ কোটি ভোটারের মধ্যে প্রথম দফায় ভোট দেবেন ২ কোটি ৪০ লাখ ভোটার। নির্বাচনে কংগ্রেস ছাড়াও ক্ষমতাসীন বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আম আদমি পার্টি। প্রথম দফার ৮৯ আসনের সবকটিতেই বিজেপি-কংগ্রেস লড়ছে। একটি বাদে ৮৮ আসনে লড়ছে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিয়ালের দল।

বৃহস্পতিবারের ভোটাভুটিতে মোট ৭৮৮ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এদের মধ্যে ৩৩৯ জন নির্দলীয় প্রার্থী। ২০১৭ সালের নির্বাচনে এ ৮৯ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দলীয় প্রার্থী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply