আবারও চড়া আটা-ময়দার বাজার

|

হুট করে আবারও চড়া আটা-ময়দার বাজার। সাত দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। যদিও পাইকারি পর্যায়ে দর কম।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আটা-ময়দার দাম বাড়ানোর পাঁয়তারা করছে একাধিক কোম্পানি। নতুন করে চাপ পড়ছে গ্রাহকের ওপর।

এমন ঊচ্চমূল্যে ভালো নেই সাধারণ ক্রেতারা। শোনালেন হতাশার কথা। দোকানে পণ্য কিনতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ছেন প্রায় সবাই।

পাইকারি পর্যায়ে পূর্বের দামের তুলনায় ৫০ কেজি আটার বস্তায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০০-২৯০০ টাকায়। আর ময়দার দাম পূর্বের তুলনায় বস্তা প্রতি ৪০০-৫০০ টাকা কমে বর্তমানে আবার বেড়েছে বস্তায় ১০০ টাকা। কিন্তু পাইকারিতে দাম কমলেও প্রভাব নেই খুচরায় ।

উল্লেখ্য, বছরের ব্যাবধানে ডলারের অবমূল্যায়ন হয়েছে ২৫ শতাংশ। পাশাপাশি গম আমদানি ব্যাহত হয়েছে। তবে আমদানি বাড়াতে কাজ করছে বানিজ্য মন্ত্রণালয়। বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে গমের দাম কমেছে এবং অতিদ্রুত এর প্রভাব পড়বে দেশের বাজারে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, বিশ্ববাজারে গমের দাম কমায় সামনে দেশেও সুখবর আসবে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যান বলছে, বছরের ব্যবধানে খোলা ও প্যাকেটজাত আটা-ময়দার দাম বেড়েছে ৬০ থেকে ৭০ শতাংশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply