পরাজয়ে উল্লাস করায় ইরানে পুলিশের গুলিতে নিহত ১, আহত ৩০

|

বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হারের পর উল্লাস করেছেন সেদেশেরই বহু মানুষ। এতে পরাজয় উদযাপনকারী ইরানিদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে মারা গেছেন এক তরুণ এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর এপির।

জানা গেছে, দেশটির আনজালি শহরে হয় এ ঘটনা। মঙ্গলবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইরান।

দেশটিতে চলমান বিক্ষোভকারীদের অনেকেই জাতীয় ফুটবল দলকে দেখছে সরকারের প্রতিনিধি হিসেবে। তাই দেশের পরাজয়ের পরও কুর্দি অধ্যুষিত বেশ কয়েকটি শহরে রাস্তায় নেমে উদযাপন করে তারা। সরকার বিরোধী শ্লোগানও দেন অনেকে। আনজালি শহরে উল্লাসরতদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। মেহরান সামাক নামের ২৭ বছর বয়সী এক যুবকের মাথায় গুলি লেগে, মৃত্যু হয় তার। ইরানে হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে তরুনি মাহশা আমিনি নিহতের ঘটনায় বিক্ষোভ-সহিংসতা ছড়ায় দেশজুড়ে। ৬০ শিশুসহ মৃত্যু হয় প্রায় সাড়ে চারশ’ মানুষের। ১৮ হাজারের বেশি আটক হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply