মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ নেতা বাছাই করলো ডেমোক্র্যাটরা

|

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ডেমোক্র্যাট দলীয় নেতা নির্বাচিত হলেন হাকিম জেফ্রিস। বুধবার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত ভোটাভুটি হয়। খবর রয়টার্সের।

জানুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ১১৮তম কংগ্রেসে দায়িত্ব গ্রহণ করবেন ৫২ বছর বয়সী এই নেতা। তবে তিনি হবেন সংখ্যালঘু দলের নেতা। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে হাউসে ন্যান্সি পেলোসির দুই দশকের নেতৃত্ব। নিউইয়র্ক থেকে চারবার নির্বাচিত কংগ্রেস সদস্য জেফ্রিস ২০১৯ সাল থেকে দলের ৫ম শীর্ষ পদের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও এদিন ডেমোক্রেটিকদের ডেপুটি হুইপ ও ককাস চেয়ারম্যানও নির্বাচন করা হয়। দায়িত্ব পান ম্যাসাচুসেটসের ক্যাথরিন ক্লার্ক ও ক্যালিফোর্নিয়ার পিট আগুইলার। এমন সময় তারা দায়িত্ব পাচ্ছেন যখন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে হাউসের নিয়ন্ত্রণ পেয়েছে রিপাবলিকানরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply