আইএস প্রধান নিহত

|

আইএস প্রধান আবু আল হাসান আল হাসেমি আল কুরায়শির মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের দাবি, অক্টোবরের মাঝামাঝিতেই সিরিয়ার দক্ষিণ পশ্চিমে ‘ফ্রি সিরিয়ান আর্মি’ গোষ্ঠীর হামলায় নিহত হন আবু আল হাসান আল হাসেমি আল কুরায়শি।

অডিও বার্তায় আইএস মুখপাত্র জানান, হামলার সাথে মার্কিন বাহিনী জড়িত নয়। পরবর্তী নেতা হিসেবে আবু আল হুসেইন আল হুসেইনি আল কুরায়শির নাম ঘোষণা করেন। তাকে পুরোনো যোদ্ধাদের মধ্যে অন্যতম বলে আখ্যা দেন। তবে প্রকৃত নাম, জাতীয়তা কিংবা অন্যান্য তথ্য প্রকাশ করেনি।

গত মার্চে সিরিয়ার উত্তর-পশ্চিমে মার্কিন অভিযানের সময় গ্রেফতার এড়াতে আত্মহত্যা করেন আবু আল হাসান আল হাসেমি আল কুরায়শির পূর্বসূরী। এরপরই সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply