সৌদির হয়ে আলদাওসারি গোল না করলে কী হতো?

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে গ্রুপ সি’র ভাগ্য নির্ধারণের রাত শেষ হয়েছে। মেক্সিকো এবং সৌদি আরবকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এবং গ্রুপ রানার্সআপ হিসেবে পোল্যান্ড উঠে গেছে শেষ ষোলোতে। মেক্সিকো বনাম সৌদির ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করেন সালেম আলদাওসারি। তাতেই মেক্সিকোর বিদায় নিশ্চিত হয়নি। তাতে কেবল বেড়েছে পোলিশদের সাথে ব্যবধান।

কারণ, পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলে দেখা হয় ফেয়ার প্লের হিসেব। আর সেখানে মেক্সিকোর চেয়ে কম হলুদ কার্ড দেখে আগেই এগিয়ে ছিল পোল্যান্ড। আর সৌদির গোলে মেক্সিকোর সাথে পোল্যান্ডের গোল পার্থক্য আর সমান থাকেনি। পোল্যান্ড ২ গোল করে গ্রুপ পর্বে হজমও করেছে ২ গোল। আর, আলদাওসারির গোলে মেক্সিকোর হজম করা গোলের সংখ্যা ৩টি। তারা করেছেও ২ গোল। অর্থাৎ, ‘-১’ গোল ব্যবধান নিয়ে তৃতীয় দলই হলো মেক্সিকো।

মেক্সিকোর দেখা ৭টি হলুদ কার্ডের বিপরীতে পোল্যান্ড দেখেছে ৫টি হলুদ কার্ড। মূলত, পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলে বিবেচনা করা হয় হলুদ কার্ডের সংখ্যা। দুই হিসেবেই পিছিয়ে মেক্সিকো। তবে, আলদাওসারির গোলের আগেও ফেয়ার প্লের বিবেচনায় দ্বিতীয় দল ছিল পোল্যান্ডই।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply