প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে মেক্সিকো-সৌদি আরব; দেখে নিন স্কোয়াড

|

দোহার লুসাইল স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্বকাপে একে অন্যের বিপক্ষে লড়বে মেক্সিকো ও সৌদি আরব। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে মেক্সিকোকে। সেই সাথে গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারায়, তাহলে নিশ্চিতভাবেই শেষ ষোলোর টিকেট পাবে মেক্সিকানরা। আর, মেক্সিকোকে হারালে নকআউট পর্ব নিশ্চিত করবে সৌদি আরব। মেক্সিকোর সঙ্গে ড্র করলেও হয়তো শেষ ষোলোয় জায়গা করে নিতে পারবে সৌদি আরব, তবে সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচে আর্জেন্টিনাকে হারতে হবে পোল্যান্ডের কাছে। আর দুটি ম্যাচই যদি ড্র হয়, তাহলে গোল পার্থক্যে এগিয়ে থাকা দল গ্রুপ রানার্সআপ হবে। এ মুহূর্তে গোল পার্থক্যে এগিয়ে আছে আর্জেন্টিনা।

সৌদি আরব স্কোয়াড: আল ওয়াইস (গোলরক্ষক), তামবাকতি, আলো আমরি, আল বুলাইহি, আল ঘানাম, আল হাসান, মোহাম্মেদ কানো, আবদুল হামিদ, আল বুরাইকান, আল সেহরি, আল দাওসারি।

মেক্সিকো স্কোয়াড: ওচোয়া (গোলরক্ষক), সাবচেজ, মন্টেস, মোরেনো, গালার্দো, আলভারেজ, শ্যাভেজ, লোজানো, পিনেদা, ভেগা, মার্টিন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply