অফসাইড ফাঁদে গোলশূন্য প্রথমার্ধ শেষ করলো তিউনিসিয়া

|

ছবি: সংগৃহীত

খেলার প্রথম থেকেই ফ্রান্সকে চেপে ধরে তিউনিসিয়া। দ্বিতীয় পর্ব নিশ্চিত হওয়ায় ফ্রান্স এদিন তাদের মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে অতিরিক্ত একাদশকে মাঠে নামায়।

সেই সুযোগ হেলায় না হারিয়ে মুহুর্মুহু আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগে কাঁপন ধরিয়ে দেয় তিউনিসিয়ার খেলোয়াড়রা। ম্যাচের ৭ মিনিটেই ফ্রি কিক থেকে হেডে দারুণ গোল করে তিউনিসিয়া। কিন্তু বাধ সাধে এবারের বিশ্বকাপের সবথেকে বেরসিক অফসাইড। অফসাইডের ফাঁদে পড়ে গোলটি বাতিল হয়ে যায়।

অন্যদিকে, অপেক্ষাকৃত দুর্বল একাদশ নিয়ে মাঠে সেই চিরচেনা ফ্রান্সকে দেখা যায়নি। আক্রমণ করার থেকে আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বেশি ফ্রান্সের খেলোয়াড়েরা।

প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply