আফগানিস্তানে মাদরাসায় বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ১৬

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মাদরাসায় বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, সামাঙ্গান প্রদেশের একটি মাদরাসায় এই হামলা হয়। জোহরের নামাজ শেষ হওয়ার পরপরই ওই মাদরাসাটিতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম বলছে, সেখানে কয়েক শ’ শিক্ষার্থী ছিলেন। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

গত বছরের আগস্টে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকেই আফগানিস্তানের মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা হয়েছে। আর এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply