আলবেনিয়ার সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আপ্লুত ডুয়া লিপা

|

আলবেনিয়ার প্রেসিডেন্ট লির মেটার হাত থেকে সম্মান্সূচক নাগরিকত্ব সনদগ্রহণ করছেন ডুয়া লিপা।

আলবেনিয়ার কল্যাণে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির নাগরিকত্ব পেলেন ব্রিটিশ পপস্টার ডুয়া লিপা। ডুয়া লিপার বাবা-মা দুজনই আলবেনীয়। জানা গেছে, কনসার্টের মাধ্যমে পাওয়া বড় অংকের অর্থ ডুয়া লিপা তার ফাউন্ডেশনের মাধ্যমে আলবেনিয়ার কল্যাণে ব্যয় করায় তাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

লিপাকে ‘আলবেনীয় অভিবাসীকন্যা’ হিসেবে বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট লির মেটা বলেছেন, লিপা এই দেশকে গর্বিত করেছে। এক টুইটে ডুয়া লিপাও একে ‘বিরাট সম্মান ও প্রাপ্তি’ হিসাবে বর্ণনা করেছেন। আগামী সোমবার আলবেনিয়ার রাজধানী তিরানায় একটি কনসার্টে গান করবেন ডুয়া লিপা।

প্রসঙ্গত, লিপা তার বাবার সঙ্গে ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন ‘সানি হিল ফাউন্ডেশন’। এ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর কনসার্ট থেকে পাওয়া অর্থ আলবেনিয়ার দরিদ্রদের সাহায্যে ব্যয় করে আসছেন লিপা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply