বিলবোর্ডের শীর্ষে জাংকুকের ‘ড্রিমারস’

|

জনপ্রিয় বিটিএস সদস্য জাংকুক।

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। প্রতিবারের মতো এবারও ফিফা বিশ্বকাপকে নিয়ে তৈরি করেছে একাধিক গান। তার অন্যতম জাংকুকের ‘ড্রিমার্স’। এই গানটি এখন বিলবোর্ডের শীর্ষে। আর এই প্রথম ফিফার কোনো গান বিলবোর্ডের শীর্ষস্থানে উঠে এলো।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ড্রিমার্স’ গানটি গেয়েছেন বিশ্বব্যাপী ঝড় তোলা কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। গানটিতে জাংকুকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাতারের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহাদ আল কুবাইসি

পরে ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের সাত ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে উঠে যায় গানটি। এছাড়া, গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্ম আইটিউনস চার্টেরও ১ নম্বরে আছে গানটি। আর, ইউরোপীয় আইটিউনস চার্টে একটানা ছয়দিন ১ নম্বরে রয়েছে ‘ড্রিমারস’। এতে প্রকাশের ১৩ ঘণ্টার মধ্যে গানটি ১০৪ দেশের চার্টে শীর্ষস্থানে পৌঁছে গিয়ে আরেকটি রেকর্ড গড়েছে গানটি। এবারের বিশ্বকাপ নিয়ে আরও একাধিক গান প্রকাশ করেছে ফিফা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply