মার্কিন সিনেটে বৈধতা পেলো সমকামী বিয়ে

|

সমকামী বিয়ে সুরক্ষা বিল পাস করলো মার্কিন সিনেট। মঙ্গলবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষে ৬১-৩৬ ভোটে অনুমোদিত হয় বিলটি। খবর রয়টার্সের।

৪৯ ডেমোক্র্যাট আইনপ্রণেতার পাশাপাশি বিলের পক্ষে সমর্থন দেন সিনেটের ১২ রিপাবলিকান সদস্য। লিঙ্গ, গোষ্ঠী, জাতীয়তা বা অঙ্গরাজ্যভিত্তিক বিয়েতে যেসব জটিলতা আছে তা নিরসনের কথা বলা হয় বিলে। ফেডারেল আইনে বিয়ের সংজ্ঞা পরিবর্তনের কথাও বলা হয়।

বর্তমান আইনে বিয়ের ব্যাখ্যায় বিপরীত লিঙ্গের দু’জন মানুষের মধ্যে সম্পর্কের কথা বলা আছে। চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে বিলটি। যেখানে এখনও রয়েছে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা। তবে ৩ জানুয়ারি ১১৮তম কংগ্রেস শুরু হলে হাউসের নিয়ন্ত্রণ যাবে রিপাবলিকানদের হাতে। ভোটাভুটির পর দেয়া বক্তৃতায় সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, যেকোনো মার্কিন নাগরিকই আইনের চোখে সমান, সে বিষয়টিই উঠে এসেছে বিলে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply