বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ১০ সন্ত্রাসী

|

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে কমপক্ষে ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে। খবর এক্সপ্রেস নিউজের।

বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গওদার-হোশাব এলাকায় অভিযান চালানো হয়। সেনাদের দাবি, গোপন আস্তানায় লুকিয়ে ছিল ১২-১৪ জন চরমপন্থী। তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক ছোঁড়ে। পাল্টাপাল্টি সংঘাত চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারায় সন্দেহভাজন ১০ চরমপন্থী। বাকি দুই জন পালিয়ে গেছে। পলাতকদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছেন সেনা সদস্যরা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

এছাড়া, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি- অঞ্চলটিতে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply