শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও ওয়েলস; দেখুন একাদশ

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড কি রাউন্ড অব সিক্সটিনে যেতে পারবে? চিরপ্রতিদ্বন্দ্বী ওয়েলসের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হবে হ্যারি কেইনদের। ইরানকে ৬-২ গোলে উড়িয়ে দেয়া ইংল্যান্ড গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ওয়েলসের সঙ্গে ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে ইংলিশরা।

অন্যদিকে, ইংলিশদের বিরুদ্ধে জয় পাবে ওয়েলসের জয়ের পক্ষে বাজি ধরার মতো মানুষের সংখ্যা খুব বেশি হবার কথা নয়। শেষ ৬টি ম্যাচে কোনো জয় পায়নি গ্যারেথ বেলরা; যার মধ্যে আছে বিশ্বকাপের দুইটি ম্যাচও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে শুরু হয়েছিল ওয়েলসের বিশ্বকাপ পথচলা। পরের ম্যাচে তারা হেরে বসে ইরানের কাছে। ওয়েলসকে অবশ্যই ইংলিশদের হারাতে হবে শেষ ষোলোয় খেলতে হলে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের ম্যাচটি যেন ড্র হয় সেই কামনা করতে হবে। আবার, অন্য ম্যাচে কেউ জিতলে তখন ইংল্যান্ডকে অন্তত ৪ গোলে হারাতে হবে গ্যারেথ বেলদের। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের পার্টি ভেস্তে দেয়ার তাড়নাতে কিছুটা উজ্জীবিত হবে কিনা তারা, সেটা সময়ই বলে দেবে।

বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে একটু পর লড়বে ইংল্যান্ড ও ওয়েলস। আহমেদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ওয়েলস একাদশ: ওয়ার্ড, উইলিয়ামস, আমপাদু, মেফাম, রডোন, ডেভিস, অ্যারন রামসে, অ্যালেন, গ্যারেথ বেল, কিফার মুন, ড্যান জেমস।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, লুক শ, হ্যারি ম্যাগুয়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসন, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড, ফিল ফোডেন,হ্যারি কেইন।

আরও পড়ুন: ইকুয়েডরকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো শেষ ষোলোয় সেনেগাল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply