মহেশপুরে চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগ

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর পুরন্দপুর ভাটামতলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার মারপিটে চাচি রিজিয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিজিয়া খাতুন উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর ভাটামতলা পাড়ার রমজান মণ্ডলের স্ত্রী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় যাশোর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিজিয়া খাতুন। এ ব্যাপারে নিহত রিজিয়া খাতুনের ভাই মিলু রহমান মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর ভাটামতলা পাড়ার বারিক মণ্ডলের ছেলে জাহাঙ্গীর ও বাবলু মণ্ডলের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল চাচা রমজান মণ্ডলের সঙ্গে। বিরোধের জেরে গত শনিবার উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে রমজানসহ কয়েকজন আহত হন।

এ সময় উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে রমজানের স্ত্রী রিজিয়া খাতুন এগিয়ে গেলে জাহাঙ্গীর ও বাবলু তাকে বেদম মারপিট করে। এতে মাথায় গুরুতর আঘাত পান রিজিয়া খাতুন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর রাতে মারা যান তিনি।

এ নিয়ে মহেশপুর থানার পরিদর্শক ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply