গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আজ কার কী সমীকরণ

|

বিশ্বকাপের অর্ধেক খেলা শেষ। কিন্তু মাত্র দুটি দল বাদে কাগজে কলমে বাকি ৩০ দলেরই সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ জেতার। প্রথম দুই রাউন্ড শেষে নকআউট পর্বে এরই মধ্যে ফ্রান্স, ব্রাজিল আর পর্তুগাল নিজেদের জায়গা পাকা করেছে। ফলে বাকি ১৩ জায়গার জন্য এখন লড়াইয়ে রয়েছে ২৭ দল। যেখানে শেষ রাউন্ডের প্রতি গ্রুপের খেলা হবে এক সময়ে।

গ্রুপ ‘এ’র পয়েন্ট টেবিল। ছবি: ফিফার সৌজন্যে।

গ্রুপ ‘এ’তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্বাগতিক কাতার, যাদের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে। ফলে ডাচরা একটু সুবিধা নিয়েই নামবে মাঠে। ড্র করলেই নিশ্চিত হবে রাউন্ড অব সিক্সটিন। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে তা নির্ভর করবে গ্রুপের অপর ম্যাচের উপর। যেখানে মুখোমুখি হবে ইকুয়েডর আর সেনেগাল। ৪ পয়েন্ট নিয়ে থাকা ইকুয়েডর এই ম্যাচে ড্র করলে চলে যাবে নকআউট পর্বে। হারলেও সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে নেদারল্যান্ডসকে হারতে হবে কাতারের কাছে। সেনেগালের জয়টাই বেশি দরকার। ড্র করলে নেদারল্যান্ডসের হারের দিকে তাকিয়ে থাকতে হবে আফ্রিকান দেশটিকে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচ দুটো।

গ্রুপ ‘বি’র পয়েন্ট টেবিল। ছবি: ফিফার সৌজন্যে।

গ্রুপ ‘বি’তে থাকা চার দলের সামনেই খোলা আছে রাউন্ড অব সিক্সটিনে খেলার দরজা। টেবিল টপার ইংল্যান্ড ওয়েলসের সাথে ড্র করলেই পৌছে যাবে পরের পর্বে। আর জয় পেলে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা ইরান যুক্তরাষ্ট্রের সাথে ড্র করলে সুযোগ থাকবে পরের পর্বে যাবার, সেক্ষেত্রে অপর ম্যাচে পয়েন্ট হারাতে হবে ওয়েলসকে। টেবিলের তলানির দুই দলের সামনে জয়ের বিকল্প নেই। ২ পয়েন্ট নিয়ে তিনে থাকা যুক্তরাষ্ট্র ন্যূনতম ব্যবধানে জিতলেই পৌঁছে যাবে পরের পর্বে। তবে টেবিলের তলানিতে থাকা ওয়েলসকে জিততে হবে ৪ গোলের ব্যবধানে। কম ব্যবধানে জয় পেলেও সূক্ষ্ম সুযোগ থাকবে গ্যারেথ বেলদের। সেক্ষেত্রে ড্র হতে হবে ইরান-যুক্তরাষ্ট্রের ম্যাচটি।

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply