২৬ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি

|

আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে। ২৬টি শর্তে বিএনপিকে এ অনুমতি দেয়া হয়েছে বলে মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশের আয়োজন করতে আবেদন করে বিএনপি। তবে জনদুর্ভোগের কথা বলে নয়াপল্টনে এ সমাবেশের অনুমতি দেয়া হবে কিনা তা নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু হয়। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।

এদিকে, নয়াপল্টনেই গণসমাবেশ করা হবে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। এক্ষেত্রে এখন পর্যন্ত অনড় অবস্থানে দলটি। দলটির পক্ষ থেকে বলা হয়, গণসমাবেশ ঘিরে সরকার নানা ধরনের বাধা দিতে পারে। তবে কোনোভাবেই পিছপা হবে না বিএনপি। আর সরকারে দাবি, জনদুর্ভোগ সৃষ্টি করতে নয়াপল্টনে জেদ করে গণসমাবেশ করতে চাইছে দলটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply