সরকারি কর্মকর্তাদের জন্য গৃহঋণ: অনলাইন কার্যক্রম চালু

|

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ কার্যক্রম সহজ করতে অনলাইন কার্যক্রম চালু করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা শেষে এই কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় অর্থমন্ত্রী দাবি করেন, এর মাধ্যমে ঋণ আবেদন দ্রুত নিষ্পত্তি হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার কারণে লম্বা লাইন ধরে হয়রানি পোহাতে হয় না পেনশনারদের। সহজেই টাকা পেয়ে যাচ্ছেন তারা। ২০১৮ সালে এই ঋণ কার্যক্রম চালু হয় সরকারি কর্মকর্তা, বিচারক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য। ১০ টি ব্যাংক ও আর্থিক প্রতিষঠানের মাধ্যমে তারা এই ঋণ পেয়ে থাকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply