রোহিঙ্গাদের ফেরাতে ইতিবাচক আশ্বাস দিয়েছে নেপিদো: বিজিবি মহাপরিচালক

|

মিয়ানমার অংশের গোলা নিক্ষেপের কারণে সীমান্তে হতাহতের ঘটনা ঘটেছে; এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বিজিব মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এমন কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিপি-বিজিপির ৮ম সীমান্ত সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিজিবি মহাপরিচালক জানান, বাস্তুচ্যুত নাগরিকদের ফিরিয়ে নিতে ইতিবাচক আশ্বাস দিয়েছে নেপিদো। প্রত্যাবাসন দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, তবে এই বিষয়ে মিয়ানমার কাজ করছে।

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘনের কথা তুলে ধলা হয়েছে। পরবর্তীতে সীমান্তে ড্রোন উড়ানোর আগে অবহিত করা জন্য বলা হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে স্থল মাইন ব্যবহারে দুই দেশের নাগরিকের হতাহতের আশঙ্কার বিষয়টি সম্মেলনে তুলে ধরা হয়েছে। স্থল মাইন, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে যৌথ টহলের প্রস্তাব দিয়েছে বিজিবি।

একইসাথে এই সম্মেলনে সীমান্তের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply