ইরানিদের লড়াই এক অর্থে যুক্তরাষ্ট্রের লড়াই: হিলারি ক্লিনটন

|

পোশাকের স্বাধীনতার দাবিতে রাজপথে নামা ইরানিদের লড়াই এক অর্থে যুক্তরাষ্ট্রের লড়াই। এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার (২৮ নভেম্বর) নিউইয়র্কে হওয়া ‘আইজ অন ইরান’ নামক শিল্পকর্ম প্রদর্শনীতে এ মন্তব্য করেন তিনি।

হিলারি ক্লিনটন বলেন, ইরানে যা ঘটছে সেটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মানব জীবন, মানবাধিকার এবং স্বাধীনতার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত। পুরো ঘটনাপ্রবাহ দেখছে গোটা বিশ্ব। মাহশা আমিনির বিতর্কিত মৃত্যুর পর যেসব মানুষ পোশাকের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন তাদের স্যালুট।

তিনি বলেন, ইরানে এই আন্দোলনে প্রায় ৪০০ ইরানি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে। তারা সত্যিকারের হিরো। আমি বলবো- ইরানিদের লড়াই আমাদের লড়াই।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে ইরানে গ্রেফতার হওয়া মাহশা আমিনি পুলিশি হেফাজতে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সমগ্র ইরানে ছড়ায় বিক্ষোভ ও সহিংসতা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply