বোট ক্লাব মামলায় সাক্ষ্য দিতে আদালতে পরীমণি

|

ছবি: সংগৃহীত

ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে তার স্বামী শরিফুল রাজও আছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এর আগে গত ১৮ মে এ মামলার সাক্ষ্যের জন্য ঠিক করা ছিল। সেদিন মামলার বাদী পরীমণি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ২৯ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়। তার আগে আসামি নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
সেসময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসিরসহ তিন আসামি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। মামলার পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ ৫ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply