দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় ব্রাজিল

|

সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ষোলোয় জায়গা করে নিলো এবারের আসরের অন্যতম ফেবারিট ব্রাজিল। ১৯৯৮ সালের পর বিশ্বকাপের গ্রুপপর্বে এটি ব্রাজিলের ১৭তম জয়। সেবার নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো ব্রাজিল; এরপর এ পর্যন্ত আর গ্রুপ পর্বে কখনও হারের মুখ দেখেনি সেলেসাওরা।

সোমবার (২৮ নভেম্বর) ক্যাসেমিরোর দেয়া একমাত্র গোলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এরমাধ্যমে, এক ম্যাচ হাতে রেখেই ফ্রান্সের পর এবারের বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো তিতের দল।

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি শুধু হাতে রয়েছে তিতের দলের। গ্রুপ সেরা হতে সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই হবে ব্রাজিলের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply