জেগে উঠলো বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি, হাওয়াইতে বাড়লো সতর্কতা

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ রাজ্য হাওয়াইতে হঠাৎ বিস্ফোরণ ঘটেছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউনা লোয়া’র। রোববার (২৭ নভেম্বর) রাত থেকেই আগ্নেয়গিরিটি থেকে উত্তপ্ত লাভার উদগীরণ শুরু হয়। এরই মধ্যে স্থানীয়দের জন্য সতর্কবার্তার মাত্রা বৃদ্ধি করেছে প্রশাসন। খবর রয়টার্সের।

এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই মুহূর্তে গলিত লাভা আগ্নেয়গিরির সামিট অঞ্চলেই সীমাবদ্ধ আছে। আপাতত যে পরিস্থিতি, তাতে পাদদেশে অবস্থানরত বাসিন্দাদের জন্য এটি তেমন বিপজ্জনক নয়।

তবে পূর্বের বিস্ফোরণের ঘটনার কথা বিবেচনা করে একেবারে নিশ্চিন্ত হতে পারছে না কর্তৃপক্ষ। তারা বলছেন, লাভার পরিমাণ যেকোনো মুহূর্তেই বাড়তে পারে এবং তা মাটিতে নেমে এসে ধ্বংসলীলা শুরু করতে পারে। তাই স্থানীয়দের জন্য সতর্কতার মাত্রা একধাপ বাড়িয়ে দেয়া হয়েছে।

ইউএসজিএস বলছে, আগ্নেয়গিরির এ বিস্ফোরণের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজনে সতর্কমাত্রা আরও বাড়ানো হবে এবং স্থানীয়দের নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply