বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে সরকারও, মন্ত্রিসভায় অনুমোদন

|

ছবি: সংগৃহীত

বিশেষ পরিস্থিতিতে সরকার চাইলে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করতে পারবে। এমন সংশোধনী এনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যমান আইনে বিদ্যুৎ ও জ্বালানির দাম ৯০ দিন সময় নিয়ে নির্ধারণ করতো বিইআরসি।

সোমবার (২৮ নভেম্বর) সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। বলেন, জ্বালানি তেল, এলপিজি ও এলএনজি বেসরকারিভাবে আমদানি করা যাবে। তারা যেন বিক্রিও করতে পারে এ নিয়ে বৈঠকে আলাদাভাবে আলোচনা হয়েছে। বেসরকারিভাবে আমদানি করা জ্বালানি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকেও (বিপিসি) বিক্রি করা যাবে।

তাতে সরকারের ওপর চাপ কমবে বলে মন্তব্য করেন খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান, এতে দামে প্রভাব পড়বে না। সরকার এ বিষয়ে মনিটর করবে, সেক্ষেত্রে দামও কম পরবে।

এছাড়াও মন্ত্রিপরিষদ সভায় ব্রুনেইয়েরে সাথে জনশক্তি রপ্তানির চুক্তি হয়েছে। বাংলাদেশ থেকে শ্রমিক নেবে দেশটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply