সিরিয়ায় কুর্দিদের ক্যাম্পে আবারও ক্ষেপণাস্ত্র হামলা তুরস্কের

|

সিরিয়া সীমান্তে কুর্দি বিদ্রোহীদের অবস্থানে অভিযান অব্যাহত রেখেছে তুর্কি বাহিনী। শনিবার (২৬ নভেম্বর) ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয় সশস্ত্র ওয়াইপিজি গেরিলাদের ওপর। নতুন করে চালানো অভিযানে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের দুটি ক্যাম্প। খবর রয়টার্সের।

বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, এখন পর্যন্ত তুরস্কের অভিযানে প্রাণ গেছে অন্তত ৩২৬ কুর্দির। এ অবস্থায় হামলার প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেসামরিকরা। তুরস্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুঁশিয়ারি জানিয়ে বলেন, কুর্দি বিদ্রোহীরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply