ইন্টার মিয়ামিতে পাড়ি জমাবেন মেসি, দ্য টাইমসের দাবি

|

ছবি: সংগৃহীত

মেসিকে সাইন করানোর দ্বারপ্রান্তে এখন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। চলতি বিশ্বকাপের শেষে আর্জেন্টাইন এই সুপারস্টারকে পিএসজি থেকে এমএলএসে নিয়ে আসা যাবে বলে দাবি করেছে ইন্টার মিয়ামি। দ্য টাইমসের খবর।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী মৌসুমে লিওনেল মেসিকে ইন্টার মিয়ামিতে সাইন করানোর পর এই ক্ষুদে জাদুকর হবেন এমএলএস ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। সেই সাথে, মেসির কাছে এই প্রস্তাবকে আরও আকর্ষণীয় করা জন্য এই মহাতারকার দুই বন্ধু সেস ফ্যাব্রেগাস ও লুইস সুয়ারেজকেও ক্লাবে নিয়ে আসা হবে বলে জানিয়েছে ইন্টার মিয়ামি।

উল্লেখ্য, ইন্টার মিয়ামির মালিকানায় আছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। আর মেসিকে নিজ ক্লাব ইন্টার মিয়ামিতে নিয়ে আসতে চাওয়ার ইচ্ছের কথা আগেও প্রকাশ করতে দেখা গেছে বেকহামকে। তাই, বিশ্বকাপে যখন আর্জেন্টিনার স্বপ্ন বহন করছেন মেসি তখন ইউরোপের গণমাধ্যমে আসা এই খবরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

আরও পড়ুন: ঐতিহাসিক জয়ের পর মায়ের সাথে হাকিমির জয় উদযাপন (ভিডিও)

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply