নাৎসি কায়দায় ইউক্রেনে বর্বরতা চালাচ্ছে রাশিয়া: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

|

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেতিউস মোরাভিয়েৎস্কি। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে নাৎসি কায়দার বর্বরতা চালাচ্ছে রাশিয়া, এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেতিউস মোরাভিয়েৎস্কি। একই সাথে রুশ আগ্রাসনের কাছে মাথা নত না করতে জেলেনস্কি প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে সব রকম সহায়তা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। খবর দ্য ফার্স্ট পোস্টের।

শনিবার (২৬ নভেম্বর) কিয়েভ সফরে গিয়ে এমন মন্তব্য করেন মেতিউস মোরাভিয়েৎস্কি। তিনি বলেন, ১৯৪২-৪৩ সালে নাৎসি বাহিনী যা করেছে, আজ ইউক্রেনে আবার তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। রাশিয়া বুঝতে পেরেছে তাদের পরাজয় নিশ্চিত। তাই ইউক্রেনকে ধ্বংস করতে যত রকম বর্বরতা চালানো যায়, তা তারা করছে।

এদিকে, চলমান যুদ্ধের মধ্যেই জেলেনস্কি প্রশাসনের অন্তর্কোন্দল প্রকাশ্যে এসেছে। ভিডিও বার্তায় নিজেই কিয়েভ মেয়রের সমালোচনা করেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও বিদ্যুৎ সংকট দূর করাসহ নানা ইস্যুতে শহর প্রশাসনের কর্মতৎপরতার অভাব তুলে ধরেন তিনি। তিনি বলেন, কিয়েভের মেয়র কার্যালয় থেকে ভবিষ্যতে মানসম্মত কাজ আশা করছি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply