বিধ্বস্ত কোস্টারিকার মুখোমুখি উজ্জীবিত জাপান

|

ছবি: সংগৃহীত

কিছুক্ষণ পরেই মাঠে নামছে জাপান-কোস্টারিকা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। কোস্টারিকার বিপক্ষে জয় পেলে পরের রাউন্ডে যাওয়ার রেসে এগিয়ে যাবে জাপান।

জার্মানিকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে এশিয়ান জায়ান্ট জাপান। কোস্টারিকার বিপক্ষে তাই ফেবারিট হিসেবে মাঠে নামবে দলটি। এই ম্যাচে জয় পেলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে এগিয়ে যাবে জাপানিজরা।

এখন পর্যন্ত কোস্টারিকার সাথে ৫ ম্যাচে মুখোমখি হয়ে ৪টি জিতেছে জাপান, ড্র হয়েছে এক ম্যাচ। অন্যদিকে স্পেনের কাছে ৭-০ গোলে হরে বাজেভাবে বিশ্বকাপ শুরু করেছে কোস্টারিকা।

জাপানের সম্ভাব্য একাদশ: গোন্দা, তমিয়াসু, ইতাকুরু, যোশিদা, নাগাতোমো, ইন্দো, তানাকা, ইতো, কামাডা, কুবো ও আসানো।

কোস্টারিকার সম্ভাব্য একাদশ: নাভাস, ওয়াস্টন, ক্যাল্ভো, ডুরাতে, ওভিয়েডো, তেজেডা, বরগেস, বেনেত্তে, ফুলার, ক্যাম্পবেল ও কন্ট্রেরাস।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply