খেরসনে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু

|

খেরসন পুনরুদ্ধারের পর অঞ্চলটিতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেছে জেলেনস্কি প্রশাসন। শনিবার (২৬ নভেম্বর) প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, প্রথমে আমরা শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং পরে গৃহস্থালির গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ করছি।

এর আগে চলতি মাসের প্রথমদিকে শহরটি পুনরুদ্ধারের পর থেকে সেখানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ ছিলো। এদিকে শুক্রবার শহরটির স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গেলো ৬ দিনে রুশ হামলায় ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply