বাঁচা-মরার লড়াইয়ে প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা

|

ছবি সংগৃহীত

জয় ছাড়া বিকল্প নেই এমন সমীকরণ সামনে রেখে মেক্সিকোর বিপক্ষে সমর্থকদের আশাবাদী হওয়ার মতো প্রথমার্ধে তেমন কিছু করতে পারেনি মেসির আর্জেন্টিনা। মাঝমাঠের সাথে আক্রমণভাগের অসামঞ্জস্যতা, লড়াকু মেক্সিকোর রক্ষণে মেসি-ডি মারিয়াদের বোতলবন্দি থাকা প্রথমার্ধে গোল পেতে দেয়নি আলবেসিলেস্তেদের।

অন্যদিকে, রক্ষণকাজে সকল মনোযোগ দিয়ে প্রথমার্ধ গোলশূন্য রেখে মেক্সিকো শিবিরকেও মনে হয়েছে প্রাণবন্ত।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধের ৬৭ শতাংশ বলই মেসিদের দখলে থাকলেও গোলে মাত্র একটি শট রাখতে সক্ষম হতে পেরেছে তারা। অন্যদিকে, ম্যাচের ৪৫ মিনিটে ফ্রি কিক পায় মেক্সিকো, ফরোয়ার্ড ভেগার দুর্দান্ত শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক এমি মার্টিনেজ। বাঁ দিকে ঝাঁপিয়ে আর্জেন্টাইনদের ম্যাচে টিকিয়ে রেখেছেন তিনি।

প্রথমার্ধে দুই দলের ১ জন করে খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড। দেখা যায়নি মেসি ম্যাজিক; নিষ্প্রভ ছিলেন লাউতারো মার্টিনেজ ও ডি মারিয়া।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply