বাঁচা-মরার লড়াইয়ে পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা আর্জেন্টিনার

|

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল দল সৌদি আরবের বিপক্ষে হেরে আলবিসেলেস্তেরা শঙ্কা জাগিয়েছে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের। কাতার বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। বাঁচা-মরার লড়াইয়ে একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে হট ফেবারিট আর্জেন্টিনা ও উত্তর আমেরিকার পরাশক্তি দল মেক্সিকো। রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তালিয়াফিকো ও মলিনার জায়গায় খেলবেন মার্কাস আকুনা ও মন্টিয়েল। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস ও পাপু গোমেজ আজ থাকছেন না। বদলে সেরা একাদশে থাকবেন গুইদো রদ্রিগেজ ও ম্যাক অ্যালিস্টার।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবগুলোতেই জয়ের তিক্ত স্বাদ পেয়েছে লা ট্রি’রা। আর আন্তর্জাতিক ম্যাচে এ দুই দলের এখন পর্যন্ত সাক্ষাত হয়েছে ৩৫ বার। যার মধ্যে ১৬ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ম্যাচ হয়েছে ড্র।

বিশ্বমঞ্চে তাদের সবশেষ দেখা ২০১০ সালে, দক্ষিণ আফ্রিকায়। যেখানে ৩-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবেন মেসি ও ডি মারিয়ারা।

আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, মন্টিয়েল, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

মেক্সিকো একাদশ:

ওচোয়া (গোলরক্ষক), মোরেনো, মন্টেস, আরোহো, আলভারেজ, হেরেরা, গুয়াদার্দো, শাভেজ, গাল্লার্দো, ভেগা ও লোজানো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply