বিশ্বকাপে টিকে থাকার অগ্নিপরীক্ষায় মেক্সিকোর মুখোমুখি আর্জেন্টিনা

|

কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে সুপার ফেবারিট আর্জেন্টিনা ও মেক্সিকো। রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবগুলোতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। এ দুই দলের এখন পর্যন্ত দেখা হয়েছে ৩৫বার। যার মধ্যে ১৬ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ড্র। সর্বশেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা-মেক্সিকো। ওই ম্যাচে লাউতারো মার্টিনেজের হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।

আর, বিশ্বকাপে এ পর্যন্ত ৩ বার আর্জেন্টাইদের মুখোমুখি হয়েছে মেক্সিকানরা। এ তিন ম্যাচের তিনটিতেই জয় বঞ্চিত ছিলো এল ট্রি’রা। বিশ্বকাপে দুদলের সবশেষ দেখা ২০১০ সালে, যেখানে ৩-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের জন্য আজ মরিয়া হয়েই খেলবেন মেসি ও ডি মারিয়ারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply