মেসির সামনে যতো রেকর্ডের হাতছানি

|

ছবি: সংগৃহীত

আকাশি-সাদা জার্সিতে এ বারই শেষ ফুটবল বিশ্বকাপ খেলছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল দল সৌদি আরবের বিপক্ষে হেরে শঙ্কা জাগিয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার। তবে, সব বাধা অতিক্রম করে ফুটবল মহাতারকা মেসির সামনে রয়েছে দিয়াগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদোর একাধিক রেকর্ড ভাঙার সুযোগ। মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার আগে তিনটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে মেসির কাছে।

এখনো পর্যন্ত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ‘হ্যান্ড অব গড’ খ্যাত আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনা। চারটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২১টি ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে মেসি পাঁঁচটি বিশ্বকাপে খেলেছেন ২০টি ম্যাচ। অর্থাৎ, মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে খেললেই ম্যারাডোনার এই রেকর্ড ছুঁয়ে ফেলবেন আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা লিওনেল মেসি।

বিশ্বকাপে ম্যারাডোনার গোলের সংখ্যাকেও টপকে যেতে পারেনি মেসি। ম্যারাডোনা বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে গোল করেছেন ৮টি। অন্যদিকে মেসি বিশ্বকাপে এখনো পর্যন্ত গোল করেছেন ৭টি। মেক্সিকোর বিপক্ষে ২ টি গোল করলেই আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি।

চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে এখনো অবধি গোলের সংখ্যা ৮টি। অন্যদিকে, মেসির গোলের সংখ্যা ৭টি। মেক্সিকোর বিপক্ষে ২টি গোল করলেই চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে ছাড়িয়ে যাবেন গ্রহের সেরা খেলোয়াড়টি।

আজ লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply