‘অভিশাপ’ কাটাতে পারবে ফ্রান্স?

|

ছবি: সংগৃহীত

‘চ্যাম্পিয়ন হও, পরেরবার গ্রুপ পর্ব থেকে বাদ যাও’, গত তিন আসরে এই বাক্যই যেন ফুটবল বিশ্বকাপের জন্য সত্য হয়ে আছে। ২০০৬ সাল থেকে যে দল বিশ্বচ্যাম্পিয়ন হচ্ছে পরের বিশ্বকাপেই প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে। আর সবগুলো দলই ছিল ইউরোপের। তাই ইউরোপ তাকিয়ে আছে ফ্রান্সের দিকে- অভিশাপ কাটাতে পারবেন তো এমবাপ্পেরা?

২০০৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইতালি। শক্তিশালী দল নিয়েও ২০১০ বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই হেরে বিদায় নিতে হয় চ্যাম্পিয়নদের। ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় স্পেন। পরের বিশ্বকাপে ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্পেন। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় জার্মানি। তারপরের বিশ্বকাপেই ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।

অনেকে এই চক্রকে ইউরোপের ‘অভিশাপ’ হিসেবে আখ্যা দেয়।

কিন্তু এবার হয়তো সেই ‘শাপ’ থেকে মুক্তি পেতে যাচ্ছে ফ্রান্স। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে ফ্রান্স। ডেনমার্কের সাথে আজ জিততে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হবে দলটির। দিদিয়ের দেশমের শিষ্যরা এই অভিশাপ কাটাতে পারবে তা প্রত্যাশা করাই যায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply