হুয়াওয়েসহ চীনের ৫ কোম্পানির পণ্য বিক্রি ও আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

|

হুয়াওয়েসহ চীনের পাঁচটি কোম্পানির পণ্য বিক্রি ও আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা শঙ্কার কারণে এ পদক্ষেপ বলে জানিয়েছে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। খবর রয়টার্সের।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো জিটিই, হিকভিশন, ডাহুয়া ও হাইটেরা। ভিডিও নজরদারিভিত্তিক পণ্য এবং টু-ওয়ে রেডিও সিস্টেম তৈরি করে প্রতিষ্ঠানগুলো। এই প্রথম নিরাপত্তা প্রশ্নে এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

তবে নিজেদের পণ্য মার্কিন নিরপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি হিকভিশনের। বলে, এমন পদক্ষেপ মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো ভূমিকা রাখবে না। বরং দেশটির ক্ষুদ্র ব্যবসায়ীদের বিপাকে ফেলবে। পাশাপাশি গ্রাহকদের খরচ বাড়াবে।

এর আগে, চীনা সরকারকে তথ্য সরবরাহের অভিযোগ নাকচ করেছে হুয়াওয়েসহ অন্যান্য কোম্পানিগুলো। এফসিসি জানায়, নতুন নীতিমালা চালুর পক্ষে ভোট দিয়েছে সংস্থাটির সদস্যরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply